জীবনের নদী

হালিম নজরুল ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ০৯:০২:০৪অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

 

আজ আসি কয়ে' অতি দ্রুত লয়ে
অচেনার গাঁয়ে যেন ছুটে চলে বয়ে।

অবারিত মাঠ, ধান তোষা পাট,
নিমতলী হাট, তিস্তার ঘাট,
আলু থালু মেঘ, বাতাসের বেগ,
চঞ্চলা প্রান, ভাটিয়ালী গান,
নীড়ে ফেরা পাখি, অপলক আখি,
শত বলা কথা, বাকী নীরবতা ,
মহিয়সী মুখ, শত ভাঙা বুক ,
আঁধার এবং আলো, মন্দ ও ভালো
সব পিছে ঠেলে দেখ তিলে তিলে
জীবনের নদী চলে নিরবধি।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ