জাগো -৪ ( চল যুদ্ধ করি )

অনন্য অর্ণব ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:০৯:৩৬অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

শুকাতে শুকাতে যখন তার
চামড়া মাংস হবে কঙ্কালসার
বোধে তার বাধিবে কি সাধে ?
চারিদিকে শুধু হাহাকার ।।

যুদ্ধ করে দেশটা করে স্বাধীন
শিকল ছিঁড়ে পেলাম খাঁচার অধীন
ইচ্ছে হলেই পাওয়া যায়না পার
এই  দেশ ছেড়ে বৈদেশ পালাবার।।

আবার যখন করবে কোন কাজ
ঠকবে নিত্য যেন দণ্ড রাজ
মাইনে যাহা মিলবে তাতে নয়
পর্যাপ্ত খাবার মিলে আজ।।

অর্ধ-পেটা অন্ন অবধি ওরা
দিবে অনেক যোগ বিয়োগ কষে
খাইয়া বাঁচো মরণ যাবত কাল
মহাজনের হালের লাঙল চষে।।

সভ্যতার এই চরম স্বর্ণ যুগে
অসভ্যতার লালন করে যারা
নিত্য কত সভা সেমিনারে
গলাবাজি করে চলছে তারা।।

গঠন করে নতুন কমিশন
নাম দিয়ে তার "মানবাধিকার"
পুঁজিবাদের করছে দালালি
নেশাগ্রস্ত সভাপতি তার।।

নিত্য কত ক্ষুদার জ্বালা সয়ে
মরছে মানুষ লাখে হাজার শ'য়ে
রাষ্ট্র জুড়ে চলছে ব্যবিচার
যেন সে এক কানার হাট বাজার।।

মুক্তিযোদ্ধা তুমি তাতে কি
মরলে বাঁচে- চোর ডাকাতের দল
সুবিধে তার অনেক গুনে বাড়ে
মরতে যাবে..? যাওনা সদলবল।।

এসো আবার ডাক দিয়ে হাঁক ছেড়ে
যাই এগিয়ে আবার যুদ্ধ করি
পুঁজিবাদের মরণ থাবা হতে
দেশ বাঁচাতে আবার অস্ত্র ধরি।।

© অনন্য অর্ণব

( বি. দ্র. কবিতাটি ১৯৯৬ সালে লেখা)

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ