জলের নীচে আকাশ।

রিতু জাহান ১৬ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০২:২০:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

পাতার ফাঁক গলে যে চূর্ণ রোদ খেলে মাটির বুকে
তার উপর আমি স্বপ্ন আঁকি।
নদীর কিনারের সাথে নদীর জলের সঙ্গমে একটু না হয় প্রেমই শিখি!
বৃক্ষের খোড়লে যত্নে রাখি উদাসিন শব্দ কিছু।
নিজস্বতা আমার যা কিছু,
তা সে ভুল বা সঠিক
বুকের পাঁজরে আটকে থাকুক।
আকাশের ঐ মেঘ যতো গভীর কালো হয়
তার বর্ষণও কি ততো ভারি হয়।
আজ তাই এ মধ্যরাতে বর্ষণ হোক।
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যাওয়া সৌভাগ্য মনে হয়!
হবে হয়ত, শব্দ তখন সরল পথে তোমার দুয়ারে।
রাতের নির্জনতায় কতো শব্দের প্রেমে মাতো?
তবে কি রাত তোমার শব্দের সাথি?
এক পঞ্চমির চাঁদ আমারও আছে।
তবে তাতে ধুলো পড়তে দেইনি
জলের নীচে আকাশ, তাকেও রেখেছি স্বচ্ছ জলে,
চোখ দিতেই স্পস্ট করে হেসে ওঠে।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ