জন্মের স্বর্ণভূমি

ছাইরাছ হেলাল ৫ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ১১:১২:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

কে কোথায়, কবে কখন, কেন জন্মেছিল কে জানে!
ভারী কুয়াশার পর্দা ছিঁড়ে খটখটে রৌদ্রে বা তুমুল বর্ষায়
গভীর ঘুম শেষে সহসা তীব্র চিৎকারে, কে কোন সুরে আজান ফুঁকেছিল
নেই মনে,
হে আমার জন্মান্তর।
এখানে এখন পিশাচ রাত্রির কলোচোখ পিছু নেয়, পিছু ডাকে, যেতেও বলে,
পেরেকের মত গেঁথে, বুকভরা নুনপানির তীরে,
পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে দারুণ অপেক্ষায়, দিগন্তব্যাপী শিশিরে ভেজা
কোন এক দূরাকাশে।

স্নায়ু-পেশি-তন্তু ছিঁড়ে-ফুঁড়ে ফেলে
ভাবি,
সময়ের প্রাগৈতিহাসিক বিচিত্র জন্তুর অনির্দিষ্ট-নির্দিষ্ট শাসন-শোষণ
এ কেমন আয়োজন!
ফিরিয়ে দাও সতীসাধ্বী জরায়ুশাসন,
জলপ্লাবনের চিরন্তন জল, ফুলমুকুলের মায়াজলের নদী,
অস্বভাবী অভাবি জন্মান্ধ দু’চোখ মেলে খুঁড়ে খুঁড়ে স্বর্ণাঢ্য ভূমি
ক্লান্ত হই নি;
স্বপ্নচোখ আমাকে দিতে চেয়েছিল
নেব না, নেই নি।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ