ছোট্র পরীর গল্প।

#আলিফ তুই সিগারেট খাওয়া পছন্দ করিস.??
না চাচ্চু সিগারেটের নাম বলো না, আমি এটাকে মনে প্রাণে ঘৃণা করি।
সিগারেট খাওয়া যদি ভদ্রতা হয়, তাহলে একজন রিকসাওয়ালা সবচেয়ে বেশি ভদ্র।

#জন্মের ৪ মাস ভাইয়া ভাবি গ্রামে গেলেন তোকে নিয়ে আমি দৌড়ে গেলাম। তোকে কোলে নেওয়ার জন্য সাথে সাথেই তোর মায়ের কড়া আদেশ। সাবধান! কোন ধুমপান করা ব্যক্তি আলিফের কাছে আসবে না। আমার মেয়ে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। কথাটা শুনে সবাই খুব হাসলো আমি খু্ব লজ্জা পেলাম।

রাগে বললাম ঠিক আছে সিগারেট খাওয়া ছাড়বো না আপনার মেয়েকেও কোলে নেব না।

তার পরদিন সকালে সবাই আলিফকে কোলে নিচ্ছিল আমি চেয়ে দেখছিলাম। সত্যি ছোট বাচ্চারা কত সুন্দর। ছোট একটা পরী আমাকে দেখে হাসছিল, আর ইশারায় কাছে ডাকছিল। বার বার মন চাইছিলো তোকে একবার কোলে নিয়ে আদর করি, কিন্তু সিগারেট খাওয়াটা তো ছাড়তে পারবো না।

মন খারাপ করে বসে আছি, হঠাৎ ভাবি তোকে কোলে দিল। আমি তো মহা খুশি পরী'টাকে কাছে পেয়ে। অবাক কান্ড তোর হাতে আমার সিগারেটের পেকেট, আমার খুব লজ্জা হলো।  সিগারেটের পেকেটা ছোট্র পরীর হাত থেকে নিয়ে নিচে ফেলে দিলাম। আর পা দিয়ে ধুমড়ে,মুড়ছে ফেললাম। আর তোকে বুকে জড়িয়ে প্রমিস করলাম জীবনে আর কোনদিন ধুমপান করবো না।
কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি।

#জানিস আলিফ আমি তোর চাচীর সাথে প্রেম করছিলাম ৭ বছর। তারপর বিয়ে তবু সিগারেট নামক নেশাটা ছাড়তে পারিনি, আর তোকে কোলে নেবার লোভে সেটা ত্যাগ করেছিলাম।

বিঃদ্রঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মিস ইউ চাচ্চু।

লেখাঃ ০২-০৫-২০১৮ই।
সুরাইয়া নার্গিস আলিফ।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ