চেনা আমি

সিকদার সাদ রহমান ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০১:৩০:৫৮অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমার খোলা আকাশে প্রতিদিন
তোমার নামে বৃষ্টি হয়!
কখনো আমি কাঁদি, কখনো আকাশ,
দুজনেই ভিজি!

এক বৃষ্টিতে ধুয়ে যায় অন্য বৃষ্টি,
আমার ভিজতেই ভালো লাগে।

এক বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে
নিজেই প্রশ্ন করি, এ আকাশ কেনো এত বিশাল?
কত সমুদ্র থেকে মহাসমুদ্র,
কত দেশ মহাদেশ
এই আকাশের ছায়ায় হারিয়ে যায়!

কিন্তু আমাকে সে ঠিক খুঁজে বের করে,
তার এক ফোটা জল ঠি...ক এসে পরে
আমার চোখ বরাবর!
আমি চোখ বুজে থাকি,
জোড়ে শ্বাস নিতে যাই, দম বন্ধ লাগে।

আমার কেনো এমন লাগে?
আকাশের এক ফোটা দুঃখ
যেনো আমার চোখেই থাকে!

আমিও মানুষ!
আকাশ আমাকেও চিনে ফেলেছে!
২০-১০-২০১৯

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ