চেংমাছে লাফে

আলমগীর সরকার লিটন ২৩ মে ২০২২, সোমবার, ১১:৩৫:১০পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

জলের ঢেউ মনের মাঝে-
কে দেখে- কে দেখে?
সাদা মেঘের আকাশ-
শুধু বৃষ্টি ভিজা মাটি!

কৈই মাছে, সাঁতার কাটে
চেং মাছে আরে লাফে;

পুকুর ঘাটে সোনালি রোদ
কাঁতলা মাছের ঝাকের পোদ-
চক্ষু জুরাই, দুঃখ সরে না
জোছনা রাতে রঙধনু
মনের মাঝে সাজে-

আরে চেং মাছে লাফে।

৯জৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২২

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ