চিঠি (২)

খাদিজাতুল কুবরা ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০১:০৪:১৫পূর্বাহ্ন চিঠি ৩৭ মন্তব্য

প্রিয় অনুপম!

পচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরে!
তবুও তোমায় লিখছি পড়বেনা জেনেও।
আমার ভালোর জন্যেই ঠেলে দিয়েছো দূরে বহুদূরে!
কেমন ভালো আছি একটু জেনে নিও!

তীব্র দন্তশূল বেদনায়!অসহ্য মর্মপীড়ায়!
কিংবা প্রচন্ড শ্বাসকষ্টের মুহূর্তে!
আজও তোমার মুখটাই মনে পড়ে
দহন নিপীড়নের যার ন্যায্য অধিকার সে তো একচুল ছাড় দেয় না সুযোগের সদ্ব্যবহার।
এই তো সেদিন সাফ সাফ বলে দিলো, আশ্রিতা না স্ত্রী পার্থক্যের ধারেনা ধার।

কাকে বলবো মনের কথা!
ভুল মানুষের বন্দনা করায় সমাজ রক্ষা!
আমার সুরক্ষা?
কে জানতে চায় মেয়ে মানুষের ব্যথা?
তুমি আমায় কেন লড়াইয়ের ময়দানে,
একা ছেড়ে দিলে?
এক তুমিই তো ছিলে,
যে আমায় বুঝতো সান্ত্বনা দিতো!
তোমার শান্তনায় কষ্টগুলি অশ্রুজলে ঝরে যেতো!
আজ আর কান্নার জল ও করুণা করেনা।
লক্ষ্মীটি একটি বার ফিরে এসো না!
প্রায়ই তোমার ছবিটি চোখে পড়ে,
আমি নিজেকে ধরে রাখতে
পারিনা বুক ভাঙ্গা তোলপাড়ে!
এই একটি মুখ দেখে দেখে
অত্যাচার সয়ে ও আমি
বাঁচতে চাই যুগে যুগে।
যা বাবা! তোমায়
জিজ্ঞেস করা
হলোনা!
কেমন
আছ?
নিশ্চয়ই ভালো!
ভালো থাকবে বলেই ছেড়ে গেছো।
প্রিয় অনুপম!
তোমাকে ছাড়া আমি ভালো নেই
একদম!
আজ ইতি
টানছি!
তোমার
অপেক্ষায়
সেই আমি!

৩০/০৫/২০২০ইং

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ