চরিত্র …

শুন্য শুন্যালয় ১৪ এপ্রিল ২০১৪, সোমবার, ০৪:৪৪:৩৩অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

ভাগ্যিস মনের কোন চরিত্র নেই তোদের কাছে,
যদি থাকতো, দেখতে পেতিস তোরা
লন্ঠন হাতে টিপটিপ পায়ে হেঁটে গেছি অই বাঁশ পাহারার বাগানে,
ফিরে আসিনি কতো রাত আর,
এভাবেই কতো রাত আর ফিরিনা আমি।

মনের চরিত্র খুইয়ে আসি কোন অন্ধকারের বোতাম খোলা বুকে,
জোনাকির আলোর বিছানায় শয্যা পেতে ।
তোদের দেয়া বাঁধ ডিঙিয়ে মনে মনে কতোবার
ডুব সাঁতারে আলগা করি সীমানা।
একবার ইচ্ছে করে তোদের মুখে ড্রাগন আগুন হই,
শরীরী চরিত্রহীনা হই।।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ