অতীত থেকেই আসা বর্তমানের বিজ্ঞাপন /ব্রেকিং নিউজে চোখ বোলানো হয়নি হয়ত অবহেলে/ অবচেতনে। আজ বাতাস ভীষণ ভারী বর্তমানের বোঝা নিয়ে।

যেন এমনটাই হবার কথা ছিলো; তাই টেনে যাচ্ছিও

অপলক সত্যের নিখোঁজ / বিলুপ্ত বিশ্বাসী সত্যের ঘানি।

নিংড়ানো হৃদপিন্ডে রোজ নামে স্মৃতি ফলকের খুটে খাওয়া ঘুন পোকাদের মিছিল;

কিছু সত্যের কাছে গলা চিরে-ফেরে রোজ প্রতিবাদ উপচে পড়ে: কেন নিরবে পালাও এমন জীবন ছেড়ে! এখানে সেখানে সবখানে ;যাবতীয় সব মৃত- শুকনো  কাঠেদের শরীর  ছেড়ে  নেমে যায় সরীসৃপের মত বিশ্বাসের শুয়োপোকা। কোনো একদিন - নয়ত আরো পুরোনো দিনের কাছে থরে বিথরে সাজানো উৎকর্ষ বিশ্বাস! সত্য নিরুপনে বাঁধ সাধে বারংবার।

বোঝাবুঝি'র তোয়াক্কায় ছাই / জল ঢেলে তকমা ঠাওরাই নির্দ্বিধায়।

মায়ার মত জড়িয়ে থাকা হয়না আর পরন্ত বিকেলের শেষ রোশনাই। যুগাধিক্য বড় বাঁধ সাধে পারস্পরিক কথাদের লেবাস নিয়ে। চৈতন্যের মেধায় অক্ষরের ঘাটতি থেকে থেকে মনে করায়.....কাষ্ঠ হাসির উৎকর্ষ একতরফায় বড় বেশি সম্পদশালী।

সাফাই কেন চলে তবু নির্দোষীদের বুকপকেটে! কেন পালায় যাবতীয় সব বিশ্বাসের ব্যানার ছেড়ে? কেন নেমে আসে  অতীতের বোঝা বর্তমানে? একেকটা প্রশ্নের কাছে মাথা কুটে মরে আত্ম চেতনার পলকা /হালকা মনস্তত্ত্বের আয়না! জিহ্বার আগায় নীল বিষ নিয়ে পাড়ি দেয়া জনসমুদ্রের কিনার! শতায়ু আর কে চায়, এক জীবনের খর্ব/ ঝুলন্ত রক্তাক্ত বুকপিন্ডের বিনিময়ে?

একটা  সাহজিক- তৃপ্তক পরিসমাপ্তির আবদারি দরখাস্ত ফাইল চাপা পরে আছে  বিচারিক দপ্তরে, হয় মরন, নয়ত দহন চাইনা আর অবশেষে......

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ