গ্রহান্তরের স্বাতী

ছাইরাছ হেলাল ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১০:০৪:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

স্বাতীর মত জ্বলে আছ দূর আকাশে জ্বলজ্বল করে,
সজল সলজ গ্রহান্তরে, নেই অভিযোগ অভিমান অভিযান।

লেপ্টে আছে কাঙ্খা ও স্বপ্ন হৃদস্পন্দনের নীরব কোলাহলে স্তব্ধতার মত
গোপনাশ্রমের নিভৃত পাতাল রাজ্যে; শূন্য পথের গভীর শিহরণে,
নিষ্প্রাণ সপ্রাণে চুইয়ে পড়া গড়িয়ে যাওয়া এক স্বেচ্ছা পালক।
পোষ না মানা পাথর প্রাণ, ডানা মেলা বেদুইন প্রাণ
তপ্ত বালুতে মুখ লুকায় মরূদ্যানের খোঁজে।

নিশীথ আঁধারের নিরবধিময়তায় কালান্তরিত হয়েছি ইচ্ছে মৃত্যুর হাত ধরে
কাব্য রচনায় ব্যর্থ নিমগ্ন দেহপসারি,
বেহুলারা আর ভাসায় না ভেলা, প্রেমের নদীতে নিথর ভালবাসায়
ব্যথার নীলাভ নীল ঘূর্ণিতে মৃত্যুরা পিরিচে ঢেলে দিচ্ছে হিংস্র হলাহল;
সবুজের লণ্ঠন হাতে খুঁজছেনা আর কেউ এবেলার অবেলায়, গোল গোল চোখ মেলে।

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ