ভুল ত্রুটি করি/হয়-ও, ইচ্ছেয়-অনিচ্ছায়;
ক্ষমা চাইতেই পারি, চাই-ও, যৌথ-অযৌথতায়।
হাত-পা পা-হাত ধরে, কেউ একটু বেশি এগিয়ে
অনেক কিছু অনেক কিছু ধরে-টরে,
অবশ্য ক্ষমা করা-না-করা একান্ত তার-ই এখতিয়ারে!

সামান্য শিক্ষানবিস ল্যাখক হিসেবে
‘অসামান্য/সামান্য’ লেখা-জঞ্জালের জন্যে
গুচ্ছের/মুঠো না হোক নিদেন পক্ষে
এক চিমটি ধারালো ধন্যবাদ ছুঁড়ে/ফুঁড়ে
দিলেও দিতে পারতেন, নুবেল তো চাইনি!!
হে বিধাতা!

আঁতকে উঠি,
দুর্ভোগ-দুর্দশার পরগনায় সাজানো সুখ/দুঃখের সুতানটিতে
জাঁকালো মাদলের শব্দে!!
এতটা বখিল ভাবতেই চাই না তাঁকে; উহ্‌!!
সরাসরি নয়, জায়গা-মত ফেললেই পেয়ে যেতাম প্রসাদটুকু।

বলছি না, লেইখ্যা-টেইখ্যা অণুকুল হাওয়া বইয়ে দেব!!
এই জলজের উপকুলে!! সে ক্ষ্যামতা দেন-নি বিধাতা ভুল করে!!
এক বিষণ্ণ খ্যাঁক-খ্যাঁক খ্যাঁকোর-খ্যাঁকোর
বুকের ফাঁপা পাঁজরে লুকিয়ে থাকে
সুখের তুমুল উদ্যানে বাদামী পাতাদের ভীড়ে;

গোস্তাকিটুকুর জন্য মাফি ফের!!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ