গুচ্ছকবিতা

মাহবুবুল আলম ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ১১:৩৭:০০পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

মাহবুবুল আলম ।।

মধুর এক যৌথজীবন []
প্রতিদিন এক জোয়ারের নদী আমার
পাশে এসে ঘুমায়, নদীটি কুলকুল
বয়ে যায়, স্রোতের ইশারায় ডাকে;
আমিও তখন তীব্র তৃষ্ণার্থ বুকে
নদীর একদম কাছাকাছি সিক্ত
উপত্যকায় সাঁতারে নেমে পড়ি।

যেখানে এক স্বর্গীয় অমৃতধারা
কাটালের কুন্ডলী, ঘূর্ণিঝড়ের
উৎস মুখের ন্যায় টেনে নেয়,
টেনে নেয় অন্য এক উৎত্রাসে।

তা আমি আগাগোড়া উপভোগ করি
অবাধ সাঁতার কেটে কেটে
উচ্ছ্বাস আর উত্তেজনার
মিলিত দ্বৈরথে চড়ি বুকের ওপর,
সেও আমায় অক্টোপাসের বাঁধনে বেঁধে
টেনে নেয় আরও গভীরে একেবারে
উপত্যকার গুপ্তগুহায়।

সাঁতার শেষে ক্লান্ত ঘামের শরীর মেলে
দেয় পানকৌড়ির ডানা, মুছে গেলে ঘাম
অন্তিম চুম্বন শেষে ওঠে আসি নদীতীরে
যেখানে উর্বর কাদামাটি, আর ক্লান্ত বিধ্বস্ত
নদী তখন হাই তোলে ঘুমের বিছানায়।

দিন শেষে নদী আবার গোধূলীর রঙে
সুরভিত প্রসূনের পরাগরেণু মেখে
আরও এক মায়াবীরাতের অপেক্ষায়
সেজেগুজে বসে থাকে, এভাবে
দিন আসে দিন যায়, শীত গ্রীষ্ম বর্ষায়
সাঁতার কেটে কেটে পার করি যৌথসময়।

এভাবেই নদী তার গুছানো শয্যায়
মাতিয়ে রাখে প্রতিদিন, আমিও
আষ্কারা পেয়ে নিত্যদিন তার
অমৃতসুধার পান করে বার বার
সাঁতারের উল্লাসে মেতে ওঠি
সাঁতার কেটে কেটে এখন আমি
পেশিবহুল এক টাগরাপুরুষ।

পরীক্ষা।।

প্রভু হে, প্রতিদিন তোমার কাছে
কত কিছু চাই, কত প্রার্থনা করি
অভিযোগ লিখে যাই তোমার দরবারে
নিত্য সেজদা দিই জায়নামাজের শিরে।

তোমার প্রার্থনায় নিমগ্ন থেকে থেকে
কপাল, হাঁটু পায়ের পাতায় পড়ে গেছে
পঞ্চমুখির কড়, তবুও গলে না মন
টলেনা তোমার দয়ালুহৃদয়, বার বার
আমাকেই পাঠাও পরীক্ষার সমন।

অথচ যারা মাথা নত করে অগ্নি আর
পাথরের কাছে তারাই সমৃদ্ধ হয়
রত্নসম্ভারে গৌরবের মঙ্গলচেরাগ
জ্বালিয়ে দাও তাদেরই ঘরে ঘরে।

দিনকাল||

কত মেঘ উড়ে যায়
কত রোদ পুড়ে যায় বাতাসে;
তারাদের সব হাসি
সব খুশি মিশে যায় আকাশে।

আমারই এ-মন ঘিরে রাখে হতাশা
মেঘেরা উড়ে যায় সুদূরে
গাঙচিলের কান্না ছুঁয়ে যায় মন-প্রাণ
হৃদয়ের কান্নায় সে পুড়ে!

কে দূরে গায় গান
কান্নার সুর তুলে বাঁশুরীর বাঁশিতে
সেই সুর বিঁধে যায়
হৃদয়ের গভীরে সুখ নেই শুষ্কহাসিতে।

বসে থাকি নির্ভার||
আমার কোনো তাড়া নেই।

এসেছি যখন যাবোইতো
নির্ভার মনোসংযোগে তাই
কাটাতে চাই বাকিটা জীবন।

তবু, বার বার ডাকে কোন
অনিকেত বাঁশি, কোন অশরীরি
ছায়া পাশে এসে বসে
বলে শুধু যাবার কথা।

আমি কার কাছে যাবো
কোথায় যাবো জানা নেই
জানা নেই গন্তব্যের ঠিকানা।

তাই, যাওয়ার কোনো তাড়া নেই
বসে আছি বসে থাকি নির্ভার।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ