গান- ১৬১

রকিব লিখন ৬ নভেম্বর ২০১৩, বুধবার, ০৮:০৪:০৩অপরাহ্ন সঙ্গীত ১০ মন্তব্য


তিন মোহনার জীবন আমার
কষ্টে কষ্টে করলাম পার
ওপারেতে দোজখের ভয়
কেন তুমি দেখাও আবার

কবরেতে আজাবের ভয়
হাসরেতে সূর্য তাপ
কী করিলে মিটবে বল
বিধি তোমার মনস্তাপ
তোমার সৃষ্টি পুড়বে তুমি
কষ্ট কী আর বল আমার

বানাইলা মানব রতন
সেজদা দিল ফেরেস্তা
কোন কারণে করবে তুমি
আবার তারে শায়েস্তা
দিশে পায় না রকিব লিখন
আজব তোমার প্রেম লীলার

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ