গাছ হব

পারভীন সুলতানা ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১২:৫০:৪০পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

এস আজ হতে আমরা গাছ হই
গাছ হয়ে পরস্পর একান্ত সন্ধিক্ষণে
এখানে, এই রাস্তার পাশে দাড়াই ।
আমাদের মুল প্রোথিত হউক
মাটির অন্তঃস্থলে জালবোনা অন্তরঙ্গতায়
একান্ত কাছে রইব ক্ষণ এবং অনুক্ষণে।
কান্ড শাখায় পত্রবল্লবে উচ্ছসিত উল্লাস
দিগন্তে ফাগুন কৃষ্ণচূড়ায় লাল আগুন,
পাগলপারা উদভ্রান্ত বসন্ত বাতাস
একান্তে জড়িয়ে তুমি, তুমি অদম্য প্রেমিক ।
আজ হতে আমরা গাছ হব
একে অন্যের চোখে অনিমেষ তাকিয়ে রব।
আমার চোখে কালজল অতল পুকুর
গভীর জল অতলে সংরক্ষিত মুক্তমানিক
সাতার দেবে তুমি অক্লান্ত সকাল দুপুর
মুঠিবদ্ধ তোমার হীরক প্রেম স্ফটিক ।
এস এই বেলা গাছ হই,
গাছ হয়ে দাড়িয়ে যাই, একান্তে দুজন
বেলাবেলি ছুটে আসুক জোড়া কূজন;
নির্ভরতায় গড়ুক ছোট্ট প্রেম বাসর
নিভৃতে প্রেম, বোধ জাগানিয়া হৃদয়
গাছের শরিরেও প্রেম জাগে,
বিশ্বস্ততায় জড়িয়ে নেব ছোট্ট কুটীর।
বিশ্বাসের পাথর আঁকড়ে চল করি আত্মগোপন
শীত গ্রীষ্ম বর্ষা কিংবা শরত হেমন্তে
ঝরাফুল, নদীর স্রোত কিংবা অবিনাশী প্লাবন
ধুয়েমুছে এক ফোঁটা স্বচ্ছ সদ্য শিশির
তুমি আর আমি গাছ উপাখ্যান
প্রেম নামক ইতিহাস হব কবিতার ।
১৮/১২/১৫

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ