গাছ পাখির গল্প

আগুন রঙের শিমুল ৭ অক্টোবর ২০১৪, মঙ্গলবার, ০১:১২:২৭পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য

একটা গাছের গল্প লিখি
না থাক একটা পাখির গল্প লিখি
না দুইটা পাখি আর একটা গাছের গল্পই লিখি নাহয়।

এক যে ছিলো গাছ।
গাছেরা যেমন থাকে তেমনি ছিলো, পাতায় পাতায় সবুজ চাঞ্চল্য, ডালে ডালে রোদের ওম মাখা উল্লাস, আর শেকড়ে প্রানোচ্ছলতা।
একদিন একটা পাখি এসে গাছের কাধে মাথা রেখে দুঃখের গল্প বলে, একলা পাখি।
গাছ একটা দুটো পাতা ঝড়িয়ে পাখির গায়ে মায়ার পরশ বুলায়ে দেয়।
আরেকটা পাখি দূর থেকে দেখে, একা পাখি।

একটু একটু করে একা পাখিটা একলা পাখির কাছাকাছি আসে, নিজের ডানার ওমে উষ্ণতা দেয় পাখিটিরে।

দিন যায় রাত আসে।
গাছের পাতায় খুশীর ঝিলিক, ডালপালা দোলায় উল্লাসে।

রাত ফুরোলে গাছটি দেখে একলা পাখিটি উষ্ণতা ফিরে পেয়ে উড়ে গেছে, একা পাখি গাছের তলায় মরে পরে আছে ।

মোরাল - লাইফ ইজ বিউটিফুল  😀

 

হ্যাপী ব্লগিং

ঈদ মোবারক

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ