কিন্তু অপছন্দের লোকটাকে পাগল বলা যায় না;
তবুও কয়েক বার পাগল বলছো- তার মানে
একটু একটু পছন্দের বাতাস ভেসে গেছে সাদা
মেঘের দলে কিন্তু নীল মেঘ এখন ঝর্ণা ধরায়-
অপছন্দের পাগল শব্দটা কেনো স্বপ্ন দেখায়?

রাতের দোষ নয় তো ঘুমপারানির দোষ- তবুও
প্রশ্ন জাগে কতটুকু পছন্দ করেছিল আজও জানা-
জানা হলো না? ঘৃণার দরজাটাকে কলঙ্ক দিয়ে বন্ধ
করেছো আর কতবার চেষ্টা করব-খোল দরজাটা-
এই তো ভেসে যাচ্ছি পুর্বপুরুষদের কুঁটিরে- তারপরও
জানা হবে না কিছু কথার রোমান্টিক এবার দরজাটা খোল।

০১ কার্তিক ১৪২৬, ১৭ অক্টোবর ২০
---------------------------------------