খোকা তুই কার?

সুপর্ণা ফাল্গুনী ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১০:১৭:২৮অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

খোকা আজ বৌয়ের আঁচলে মুখ লুকায়,
বৌয়ের হাতের কাঁচের চুড়ির শব্দে মাতোয়ারা হয়।
বৌয়ের হাতের রান্না ছাড়া মুখে রোচে না;
শ্বশুর-শাশুড়ির জন্য দামী উপহার আর দামী খাবার ছাড়া চলে না।
বৌয়ের জন্য হপ্তান্তে শাড়ি, চুড়ি, কসমেটিকস আনা চা-ই-ই চাই;
অন্যথায় সংসারে শান্তি কয় পালাই পালাই।

খোকা খুবই ব্যস্ত-তাইতো সময় হয় না বাবা-মায়ের খোঁজ নেবার;
বৌয়ের হাতের পুতুল হয়ে দিগ্বিদিক ছোটাছুটি অফিস আর ঘর।
নিজের বাবা-মা অসুস্থ হলে বলে শুধু সামান্য কিছু,
বৌয়ের বাবা-মা হলে দৌঁড়ায় ডাক্তারের পিছু পিছু।
জন্ম-জন্মান্তরে প্রশ্ন থেকেই যায়-খোকা তুই কার?

ছবি-গুগল

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ