খেয়ালে বেখায়ালে

রিতু জাহান ১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৮:৫৪:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

একসময়ের সেই আমার আমিতে একবিন্দু অভিমান ছিলো না
নিগূঢ় সে সব স্বপ্নলোকে আমার শুধু আমিই ছিলাম।
ছিলো আকাশ সমান সরলতা,
ছিলো ঘাষের বুকে এলিয়ে পড়া শিশিরের সজিবতা
গভীর রাতের মৃদু শব্দের মতো নিজস্ব হৃদ কম্পন।
এক 'তুমি' ছিলে না।
মস্তিষ্ক নামক কারিগর হাজার স্বপ্নের তুলি ছুঁড়েছিলো অবয়বহীন তুমিতে।
কতো শতো রেদার টান!
আজও অস্পষ্ট তোমার সে 'তুমিতে'।
শুধু স্পষ্ট তোমার নীলনভস্তলের এক বিন্দু নীল।
অথচ দেখো সেখানে সময়ে অসময়ের এক মেঘ জমে,
শক্ত বড় শক্ত পাথর সমান সে সব অভিমান
এক যুগে সেখানে এক নীলকুরিঞ্জী ফোটে বহু প্রতিক্ষায়।
এ নীলকুরিঞ্জীও যেনো অভিমানে জমা নিথর এক সায়র।
যেখানে ক্ষণে ক্ষণে
তোমার সামান্য খেয়ালে বেখেয়ালে এক প্রেমের শুকনো মাটির ঢিল ছুঁড়ে যাও
তাতে মৃদু এক ঢেউ উঠে ঠিকই
মিলে যায় সে ঢেউ তোমারই যত্নে লালিত হংসমিথুনের সাঁতারে।

,,,,,রিতু,,,, কুড়িগ্রাম।
18/12/18.

বিঃদ্রঃ অনেকদিন পর লিখলাম আসলে। সোনেলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার উঠোন আমার। নির্মল অক্সিজেন। নিজে অস্থির থাকলে এখানে আসি কম। কারণ, এমন সময়গুলিতে নির্মল সবকিছু নিতে পারি না। ভিতরে ঢোকে না যাকে বলে সব লেখা সবার লেখা ঠিকমতো উপলব্ধি করতে পারি না। আমি কিছু স্বপ্ন নিয়ে বেঁচে আছি আসলে। তারই একটা স্বপ্নের পরীক্ষা চার তারিখে। বড় বেশি অস্থির সত্যি তাই। আমার পরিবার সোনেলার সবার কাছে দোয়া চাই।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ