খেয়ালী মেয়ের চিঠি-৪

খেয়ালী মেয়ে ১৩ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৮:৩৮:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

ড্যামিশ—

জানি তুমি ভাল আছো, অনেক ভালো—
তুমি কি আজকের আকাশটা দেখেছো?—আমি দেখেছি--জানো আজ দুদিন আমার আকাশ দেখতে একদম ভালো লাগে না—আকাশটা কেমন জানি ঘোলাটে হয়ে গিয়েছে, সবকিছু কেমন জানি ঝাপসা মনে হয়, স্বচ্ছ আকাশটাকে খুব মিস করছি—খেয়াল করে দেখেছো, বিকেলগুলোও কেমন জানি অলস হয়ে গিয়েছে—জানি না,সত্যিই কি এমন হয়ে গেছে, নাকি আমিই কেমন হয়ে গেছি...

সবাই বলে মানুষ বদলে গেলেও নাকি তার স্বভাব বদলায় না—অথচ দেখোও আমার সবকিছু কেমন জানি বদলে যাচ্ছে—আজকাল অন্ধকার আমার খুব ভাল লাগে,কারণটা অজানা—সব ধরনের পিছুটান মনে হচ্ছে আমাকে ছেড়ে যাচ্ছে, নাকি আমি সব ধরনের পিছুটানের মোহ কাটিয়ে উঠছি, বুঝতে পারছি না কিছুই—একা থাকতে খুব ভাল লাগে—রবীন্দ্র সংগীত আজকাল আর আমাকে টানে না, খুব বোরড হচ্ছি—হারমোনিয়ামও আজকাল ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না, সারগামও আজকাল আর আমার গলায় খেলে না—আমার কোনকিছুই ভাল লাগছে না বুদ্ধু—তুমি কি না বলা ছাড়া বুঝতে পারো আমায়?বুঝতে কি পারো যে, আমি ভালো নেই....

আবেগপ্রবণ মানুষের জন্য নাকি পৃথিবীটা মোটেও সুইটেবল না,কথাটি পিলোসোপাররা যথার্থই বলেছে—তোমার কি জানা আছে ড্যামিশ যে, আমার মতো মানুষগুলো কোথায় ভাল থাকবে?—আজব আমি তাই না?-তুমি কি করে বলবে?—আমি কি তোমাকে খুব বেশী প্রশ্ন করে ফেলছি?—তুমি বোর হচ্ছো নাতো?-প্রশ্ন শুনতে কার ই বা ভালো লাগে—সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে—আচ্ছা ঐগানটা তোমার মনে আছে ‘আমার ভিনদেশী তারা’—গানটার শেষের দিকে একটা লাইন আছে ‘প্লীজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে’—তুমি আমার ঘুম হবে বুদ্ধু?-আমি সবকিছু ভুলে একটু ঘুমোতে চাই....

ভালো থেকো—অনেক অনেক অনেক ভালো থেকো........

(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ