খেয়ালী মেয়ের চিঠি-১

খেয়ালী মেয়ে ৬ অক্টোবর ২০১৪, সোমবার, ১২:৩৬:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৮ মন্তব্য

বলেছিলাম তোমাকে লিখবো খুব শীঘ্রই---তাই আজ থেকেই শুরু করলাম তোমাকে চিঠি লিখা---চিঠির শুরুতে সম্বোধন-এমনকি নানা উপমাও থাকে---কিন্তু আমি কোনো কিছু ছাড়াই শুরু করলাম তোমাকে লিখা---কারণ তোমার জন্য আমি কোনো উপমাই খুঁজে পাচ্ছি না—কি বলে সম্বোধন করি বলো?---প্রথমে তোমার ১টা নাম রাখা দরকার কি বলো?—না ১টা না-প্রতিটা মানুষেরই ২টা নাম থাকে---তাই তোমার জন্যও ২টা নাম দরকার---বুদ্ধু আর ড্যামিশ—এই ২টা নাম কেমন বলোতো?---আমার খুব পছন্দ হয়েছে নাম ২টা---আমি তোমাকে এই ২টা নামেই ডাকবো---

জানো বুদ্ধু আজ আমার মনটা অনেক খারাপ কোনো এক অজানা কারণে---আর এমনটা আমার প্রায়ই হয়---আর যখনি আমার মনটা খারাপ থাকে তখন আমি অন্ধকারে বারান্দায় বসে ঐ দূর আকাশের সপ্তর্ষিদের সাথে অনেক কথা বলি---কিন্তু আজ আমাদের এইখানে ঝুম বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে—এখনোও হচ্ছে---তাই আজ আর সপ্তর্ষিরা নেই আকাশের বুকে---হয়তো আছে-কিন্তু আমার চোখে ধরা দিচ্ছে না---যখনি অজানা কোনো কারণে আমার মনটা খারাপ থাকে তখন তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে---কিন্তু সেটাতো সম্ভব না---তাই এখন থেকে যখনি মন খারাপ থাকবে তোমাকে আমি চিঠি লিখবো---কারণ আমার মন ভালো করার একটা সহজ উপায় হচ্ছো তুমি...........

জানো আমি অনেকগুলো খাম বানিয়েছি---আর সুখ সেগুলোতে রেইনবোউ কালার করে দিয়েছে---তোমাকে আমি যখনি কোনো চিঠি লিখবো—সেগুলো আমি রেইনবোউ খামে করে অজানা ঠিকানায় পোষ্ট করে দিবো---আর তার ১টা কপি আমার এফবি নামক ডায়েরীতে স্মৃতি করে রাখবো................

আরো অনেক কিছু লিখতে ইচ্ছে করছে তোমাকে—কিন্তু আমিতো তোমাকে শুধু ১টা চিঠি লিখবো না---আরো অনেক লিখবো---
ভালো থেকো ড্যামিশ------------

(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)

0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ