খেলা করে বসন্ত-বাতাস

ছাইরাছ হেলাল ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ০৩:৪৭:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

এক প্রবল নৈতিকতা ঘিরে থাকে সারাক্ষণ;
খানিকটা সত্য কিছুটা মিথ্যের বলয়ে,
মসৃণ কণ্ঠস্বরে, হেঁয়ালি আর হিংসের বীজ বুনে,
কথা দিয়ে কথা না রাখা! সে তো শিল্পিত শিল্প
চকচকে চোখ-মুখে, বুদ হওয়া বিগত সৌন্দর্য সিঁড়িতে;

বজ্র নিনাদে এক ঝুড়ি খিস্তি-খেউর উগড়ে দিলে
এক-দুপুর বিষণ্ণতা গুটিয়ে ফেলাই যেত।

স্বগতোক্তির মত নিজেকে শোনাই/বোঝাই,
এমন ই তো হওয়ার কথা, যা হয়ে এসেছে
আবহমানের কোল ঘেঁসে;
বসন্ত বাতাস হেলতে দুলতে খেলতে থাকে
এখানে এই আনন্দ ধামে;

বলা-বলির মত করে হঠাৎ কোন এক গোধূলি বেলা
বিষণ্ণ বাতাস উস্কে দেবে আগুন-শিখা, খড়-বিচুলিতে
নৈতিকতার শৃঙ্খল ভেঙ্গে, স্বস্তি পাচ্ছি/পাব, এ সব ভেবে ভেবে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ