খেরো খাতার কবি

ছাইরাছ হেলাল ১০ মার্চ ২০১৭, শুক্রবার, ০৫:৫১:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

স্তব্ধ নিস্তব্ধতার গভীরতম তলদেশ থেকে উঠে আসা
গা গুলোতে থাকা অব্যর্থ যন্ত্রণা, ঘুরপাক খায় ঘুরপাক খায়,
আবদ্ধ করে, আচ্ছাদন করে;

এই পথ ধরে হেঁটে গেছেন এক ধন্বন্তরি কবি,
গোপন খবরে জানতে পেরে পিছু নিয়েছি,
ধরে ফেলা দূরত্বে এসে খেই হারিয়ে ফেলেছি,
এ-যে সাত, চৌদ্দ বা সারে তেত্রিশ মাথার ধাঁধাঁ!
কোন দিকে যাবো?

হাঁটছি নিঃশ্বাসের দীর্ঘশ্বাস ফেলে ফেলে
অ-নাটুকে গন্তব্যে পৌঁছুলাম বলে,
আংটি আর আঙুলের যৌথতার আনন্দবিহার
হবে কিনা কে জানে?

নিমজ্জনের পাতালপুরীতে নেমে এসে ঠায় দাঁড়িয়ে আছি
নিষ্টুপ সেমিকোলন হয়ে,
গেল কোথায় সেই আহম্মক কবি?

কবির বগলের খেরো খাতায় নাকি আছে পুষ্টি-কবিতা-গুচ্ছ,
অমরত্ব লোভী পাঠক! বিনা মন্থনেই পেয়ে, বেঁচে থাকবে
আস্বাধ অমৃতে;
ছিনিয়ে নেব খেরো খাতাটি, বন্দী হব অমরত্বে,
খুনি হয়ে স’রে পড়ব কোন এক অনির্ণিত শেয়ালনির্জনতায়,
দুর্মুখ জনারণ্যকে পেছনে ফেলে,
ছেড়া স্বপ্নসুঁতো জুড়ে নেবো প্রাণপনে।
নেই এখানে কোন পুণ্যস্নানের তাড়াহুড়ো;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ