খুঁজে ফেরা

রিতু জাহান ৩১ ডিসেম্বর ২০১৬, শনিবার, ১১:০৭:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

বিগত যে পথ মাড়িয়ে এসেছি, সে পথ মোর বন্ধুর ন্যায় অসমতল।
সমতল কে না চায় বলো!
কিন্তু, আমি শুধু তলিয়েছি গহ্বর  থেকে গহ্বরে।
উঁচু ঐ চূড়াতে তাই চড়তে পারিনি।
তোমার তুমিতেই খুঁজেছি আমি আমায়।
মন দোলে যখন সমতলের সবুজ ফসলের ক্ষেতের নাচনে,
তখন ঐ দিগন্ত কাঁপে রক্তিম সূর্যে।
গোধূলি আকাশের বুকে সন্ধ্যা নামে।
আমার তরে পৃথিবী মলিন
তোমার পৃথিবীতে তখন উচ্ছল এক রঙ্গিন কৃত্রিম বাতি।
15841372_977960575642354_1795882339_n

মৌনতা রিতু।
৩১/১২/১৬.কুড়িগ্রাম।

# ২০১৬ এর আমার শেষ একান্ত অনুভূতি,
সোনেলার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ