ক্ষমা করো মোর কবিতাঃ

তৌহিদুল ইসলাম ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ১০:৫৬:০৯অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

কতদিন কবিতা লিখিনা,
খাতা কলম সব লেখার টেবিলে পড়ে আছে।
বসার চেয়ারটা হেলে পড়েছে একপাশে,
সামান্য বসতেই ক্যাঁচক্যাঁচ শব্দে মনোযোগ নষ্ট হয়ে যায়।

টেবিলে জমেছে ধুলোর আস্তর।
আমি একপানে চেয়ে থাকি সেদিকে।
স্মৃতিতে ভেসে ওঠে কত কালের সাক্ষী সময়গুলো।
কত শব্দ খেলা করেছিলো একসময় সেখানে।
সব ধোঁয়াশা, মনে হয় স্বপ্ন।

অক্ষরেরা আজকাল আর মাথায় আসেনা।
কি সব হিজিবিজি, মাথায় ওলটপালট হয়।
আমি কলম দিয়ে প্যাডের পাতায় আঁকতে থাকি সেসব।
অথচ কবিতা আর লেখা হয়ে ওঠেনা।

আমার মনের প্রতিচ্ছবিতে কালো দাগ বসে আছে,
ছড়িয়ে পড়ছে কোষ থেকে কোষে।
এভাবেই একদিন মরে যাবে আমার লেখক সত্বা।
অথচ শেষবারের মত একটি কবিতা আমার লেখা হয়ে উঠলোনা।

কবিতা, তুমি স্বাক্ষী থেকো,
আমি তোমায় মালা পড়াতে গিয়েও থমকে গিয়েছি,
দিতে পারিনি তোমার অধিকার।
ক্ষমা করো মোর কবিতা।

©তৌহিদ
২৩/০১/২০১৯

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ