ক্লান্ত রাত্রি

ছাইরাছ হেলাল ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ০৯:৪২:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

ক্লান্ত রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ে সমূলে, হাঁপিয়ে পড়া হাঁটুতে ভর করে উঠে দাড়িয়ে
চোখ ম্যালে, একটু সবুজ আলোর জন্য, বাঁচতে চায় বলে,
হেঁটে যায় করোটির মিছিল সার বেঁধে গভীরতর ছায়াপথ ধরে
হঠাৎ থমকে দাঁড়ায় রাত্রি, কারো হাতের মৃদু ছোঁয়ায়,
এসেছি তো, চলো, জীবনের কাছে যাই “ভোর যে হয়ে এলো বলে”
নিরলস বাতিখুঁটি দাড়িয়ে আছে রণ পায়ে।

আবার ও প্রলম্বিত হয় ক্ষণস্থায়ী রাত্রির জীবন,
বালিকা রাত্রি ফিরে আসে, তার জন্যই বেঁচে থাকা,
নির্ঘুম রমণীয় রমণীরা,
আতংক বিহীন স্বপ্ন রাত আবার জেগে উঠে।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ