ক্রুশবিদ্ধ ভালোবাসা

খাদিজাতুল কুবরা ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৪:৪০:০২অপরাহ্ন কবিতা ৩৯ মন্তব্য

 

এখন মধ্যরাত!
পরিধিহীন নদে বয়ে চলেছে চোরা স্রোত!
নির্মম সত্যিটা জেনেছি এই মাত্র!
স্নায়ুতে সরীসৃপের শীতল স্পর্শ গায়ে কাঁটা দিচ্ছে এই বুঝি খেলাম ছোবল!
নিষ্ঠুর পাষণ্ড আমার আয়তন মাপছে কেবল।
আমার এতোদিনের পোষ্য আমাকে গিলে খাবার আয়োজনে ব্যস্ত!
অথচ আমি তাকে হিংস্র জেনেও স্বযত্নে লালন করেছি সতত।
ভালোবাসা এখন ক্রুশবিদ্ধ!

বছরের পর বছর একসাথে থেকেও  হলোনা বন্ধুত্ব স্বার্থ বাধ সাধলো।
এইমাত্র জেনেছি শিকারী হিসেবে সে প্রসিদ্ধ।
আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে লোকে নাকি বিশ্ব জয় করে।
আমি না হয় হিংস্রতাকে হারিয়ে দেবো, দৃষ্টান্ত গড়বো নতুন করে।
এইমাত্র জেনেছি সত্যিটা!
অনশনে অভুক্ত সে আমায় গিলে খাওয়ার প্রয়াসে!
কিন্তু আমি মানুষ! শ্রেষ্ঠত্ব আমার উপাধি।
ক্ষমা করাই আমার সর্ব বিধি।
তাই সমস্ত মায়া কাটিয়ে তাকে পাঠিয়ে দিলাম তার আবাসে।
হিংস্রকে ভালোবাসা যায় না জেনেছি অবশেষে।
সরীসৃপ তার খোলস পাল্টাক, আমিও সজাগ নিঃশেষে।
এখন মধ্যরাত!
পরিধিহীন নদে বয়ে চলেছে চোরা স্রোত!

০২/০৯/২০২০ইং

ছবি: গুগল থেকে নেয়া

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ