কৈফিয়ত

সুরাইয়া পারভীন ১৩ জুন ২০২০, শনিবার, ১২:৩৪:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আজ আর হাজারটা কৈফিয়তের ডালি সাজিয়ে,
নতজানু হয়ে বসতে হয় না তোমার সামনে।
বলতে হয় না জান!
আমি ঠিক আছি,
এতো ভেবো না তো
কিচ্ছু হবে না আমার,
যতোদিন তুমি শ্বাস-প্রশ্বাস নেবে,
ততোদিন কিচ্ছুটি হবে না আমার!

আজ আর তোমাকে কৈফিয়ত দিতে হয় না বলে
পথ চলতে হয় না গুটি গুটি পায়ে,
ধাপ ফেলতে হয় না গুনে গুনে,
সীমার বাঁধন পেরুতে হয় না ভয়ে ভয়ে।

হুট করে ঘর ছেড়ে বেড়িয়ে,
পথে পথে ঘুরে ক্লান্ত শরীরে,
বেওয়ারিশ পথিকের মতো রাস্তায় বসে,
অকারণ ফোন ঘাঁটাঘাঁটি করে,
সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে,
তুমি খুঁজবে হঠাৎ মনে হলে!
আমার উপস্থিতি জানানোর জন্য,
অস্থির হয়ে ওঠে না মন,
কেঁপে উঠে না বুক।

আমার আজও খুব ইচ্ছে করে
অপরাধীর মতো নত-মস্তকে
তোমার সামনে বসে বলতে জানু!
মাস্ক না নিয়েই বাইরে গিয়েছি,
হ্যান্ড স্যানিটাইজারও সাথে নেইনি।

আর তুমি মিষ্টি ধমকের সুরে বলবে
তুমি আমার একটা কথাও শুনবে না?

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ