কে তুমি ??

কৃষ্ণমানব ৫ অক্টোবর ২০১৪, রবিবার, ০২:০৩:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

কে তুমি ??
কেউ বলে সাদাসিধে
কেউ বলে দয়ালু
কেউ বলে সৎ ভালো লোক,
কেউ বলে জঘণ্য ,
কেউ বলে নিষ্ঠুর চরিত্রের লোক ।

কোলাব্যাঙ্গের গায়ে অসংখ্য দাগ আছে ।
একটি মানুষকে ও ততোভাবে দেখা যায় ।
এটা নির্ভর করে যার যার দেখার দৃষ্টিভঙ্গির উপরে

ঘুমের মাঝে স্বপ্নের রংগুলো অপরিপূর্ণ দেখা যায় ।
প্রতিফলন সরুপ সচ্ছ সাদার ন্যায় দেখায় ।

ঐ যে উপরে, রাতের কালো আকাশটা ।
তার বুকে নিশ্চুপ ঘুমিয়ে আছে মায়াবী চাদঁটা ।

একাকিত্বের শূণ্যতা কাটাবার উপলক্ষে চাদঁটা র্স্পশ করতে লাফিয়ে উঠলেন ।
আদৌ কি পেরেছিলেন
দৃষ্টি সীমার অন্তরালে
তাকে ছুয়ে দেখতে ??

পেরেছিলেন কি দেখতে তার বুকের মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো ?

আবার ঐ যে নিচে, অন্ধ লোকটা ..
কাদা থেকে হারিয়ে যাওয়া পয়সা খুজতে ব্যাস্ত ।

পেরেছেন কি বাড়িয়ে দিতে সহযোগীতার হাত ??

তার ও একটু উপরে,
ঠিক মাঝামাঝিতে
না হয় থাকুন !

একটা মানুষকে সম্পূর্ণ ভাবে চেনা কখনো সম্ভব নয় ।

লোকটা আদৌ কি জানে সে কেমন ???

চেনা-জানাটা নয় মাঝামাঝিতে থাকুক !
ততোদিন লোকটার
প্রতি আকর্ষণ থাকবে ।।

লোকটা হয়ত
আপনার আনন্দ-বেদনা ,
চাওয়া-পাওয়া ,
পছন্দ-অপছন্দের
মাঝে থেকে
নির্ভরযোগ্য সহচর ও
তো হতে পারে !!!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ