কুয়াশা ভোর

ছাইরাছ হেলাল ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:৫০:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

এক তট থেকে অন্য তটে ভিন্ন পথে, ভিন্ন-ভিন্ন পথে
গন্তব্যের অভিন্নতায় শুধুই অহেতুক ঘুরপাক,
সেই-ই এক থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়;
কেঁদো হিংসে আর অকৃতজ্ঞতার;

পিছু নেয়া অন্ধকার প্রহর-অভ্যন্তরে আবার-ও উঁকি দেয়,
পিছু নেয়, নিত্য নূতনের কুহক ছল, সেই পুরানোর পথেই;
বৃন্ত থেকে খসে পড়া কলি ফিরে যেতে পারে-না সেই ফেলে আসা বৃন্তে;

সুন্দর প্রত্যুষের মৈত্রীয় সুবাস আর ভেসে আসে না,
আলো-আধারের বাঁধা ডিঙিয়ে মগ্নতা ছড়ানো মাখামাখি-প্রাণের-আঁচলে;
প্রদীপ প্রান্তে স্পষ্ট ভেদ রেখা আগামীর বসন্তে বসন্তে।

শীত কী শুধুই আটপৌরে নির্বোধ আরামের/সাগর বিচ্ছিন্নতার/অহেতুক হাহাকারের
না-কী মানবীয় মাননীয় কৃতজ্ঞতা বোধের শ্রেষ্ঠত্বে!!

ভোরের শিশির চত্বরে সময়ের সন্ধ্যা ধেয়ে আসে বারে বারে
ফুলেদের বৃন্তে পাপড়িরা হাসে আলো-পাখা গজিয়ে স্বপ্ন-বাহিনীর সাথে,
আয়াসহীন নিমগ্নের এই দূর-স্বপন হেসে ওঠে কুয়াশা-ভোরের সূর্য সকালে।

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ