কুহক হৃদয়

ছাইরাছ হেলাল ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১১:৩৬:৩৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

কুয়াশা-আকাশ, নিস্তব্ধতার রাত, আবেগময় ভালোবাসা নিয়ে
পাথর-হৃদয় গলাতে পারিনি, পথের কুহক পথেই ফেলে রেখেছে
ভালোবাসার বসতবাড়ি পুড়িয়ে;

ধ্বংসের বুকে পা রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ নির্মাণ করেছি,
রাতের আকাশ ধ্বংস করে কাঁপা-কাঁপা শরীর নিয়ে ভোর-পালক কুড়োবো,
বিরহ-বিষের-তীর ছুঁড়ে-ছুঁড়ে নিসর্গ-নিবিড় অরণ্য-বাড়ীতে জীব-মৃতে ফেলে রাখবো;
অনুপম চেষ্টা করে দেখতো, পালিয়ে যেতে পার কী-না!!

লেলিহান-আগুন জ্বেলে দাঁড়াবো পথ আগলে ,
চাঁদের-আকাশ ফ্যাকাসে হয়ে লজ্জায় বেঁধে ফেলবে,
বিড়াল-কান্নায় ভেঙ্গে পড়ে বন্ধ দরজার ও-পাশ থেকে
আপোষ-প্রস্তাব দেবে, ঠোঁট-কাকাতুয়ার সুরে,
নিকটতম আত্মীয়তার বসন্ত-আবেগ মেখে;

যাও যাও, মাথা ঘুরে পড়ে থাক,
অবেলার ওবেলায় না-হয় এসে একবার খোঁজ নিয়ে যাবো,
বিষাক্ত খাঁচা-বদ্ধ হৃদয়টিকে এলাচ করে দেবো।

========================================

নীলের অঞ্জনকে...........................

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ