কিশোরী

ভোরের শিশির ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১১:৫৩:২৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

গগনে মাতম ওঠে; চোখেতে বর্ষণ
এ' কিসের মায়ায়,
মেঘেতে বিজলি নাচে; মুখেতে আঁধার
এ' কাহারো ছোঁয়ায়,

নক্ষত্র আলোতে ডুবে; মনেতে রোদ্দুর আঁকা,
চঞ্চলা কিশোরী লাজে; আঁকাবাঁকা হাসি ঠোঁটে,
অধরা স্বপনের পানে; পলাশ ও বকুলের টানে।

বুকেতে কাঁপন ওঠে; অভিমানে চৌচির
এ' কিসের ছায়ায়,
ভাবনাতে প্লাবন নামে; করতল আকুল
এ' কেমন ধারায়,

সাঁজের বাতাসে ভেসে; জোনাকিতে রজনী দেখা,
চপলা কিশোরী থামে; আড়ভাঙ্গা হরিণী মোহে,
অধরা স্বপনের পানে; পলাশ ও বকুলের টানে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ