কিছু ভুল, কিছু ঠিক

নীহারিকা ১৫ জানুয়ারি ২০১৭, রবিবার, ১০:৩৭:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

2f58dbf

আজকাল ফেসবুকের কল্যাণে, যিনি কোনদিন ১ লাইন চিঠি লেখেননি তিনিও ৫ লাইনের একটি স্ট্যাটাস দেয়ার চেষ্টা করেন। ভাবেন, কিভাবে নিজের ভাবনাটি প্রকাশ করলে সবাই সেটি পছন্দ করবে বা লাইক/কমেন্ট বেশী পাওয়া যাবে। এখানে আইডির মালিক যেমন খুশি তেমন বানানে লিখতে পারেন।ঙ্কিন্ত ফেসবুকের সাথে সাথে জনপ্রিয় আরেকটি মাধ্যম ব্লগ। যেখানে নিজের ভাবনাগুলোকে বিস্তারিতভাবে সবার সাথে ভাগাভাগি করে নেয়া যায়। যেহেতু ব্লগে লেখা পোস্ট করবার আগে কোন প্রুফ রিডারকে দেখানোর সুযোগ নেই, তাই লেখায় কিছু ভুল-ত্রুটি থাকাটা খুবই স্বাভাবিক। লেখা পোস্ট করার পর বিভিন্ন ধরণের মন্তব্যের সাথে সাথে উপরি পাওনা থাকে সমালোচনা। যার মাধ্যমে লেখক তাঁর লেখার মান এবং ভুল-ত্রুটিগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিজেকে আরো পরিপক্ক করে গড়ে তুলতে পারেন।  কিন্ত কিছুদিন হলো খেয়াল করছি যে কিছু কিছু শব্দের ভুল ব্যবহার দিন দিন ছড়িয়ে পড়ছে। কেউ কেউ ভুল শব্দগুলো ফেসবুকের স্ট্যাটাসে লিখছেন তো আবার কেউ ব্লগে। আমরা জানি, ব্লগে যারা লেখেন তারা সবাই উচ্চশিক্ষিত। তবে সবার মাঝেই ভুল ধরিয়ে দিলে সেটিকে ভালোভাবে গ্রহণ করবার মানসিকতা থাকে না। আমরা সবাই ভাবি আমি যা জানি সেটিই ঠিক। এতে করে সম্পর্ক নষ্টের প্রবল সম্ভাবনাও থাকে। তাই অল্প কিছু বহুল ব্যবহৃত শব্দের ভুল ও সঠিক ব্যবহার এখানে তুলে ধরলাম। যদি কারো এ ভুলগুলো অনিচ্ছা সত্বেও হয়ে থাকে কিংবা অজানা থেকে থাকে তবে উনি/উনারা তা শুধরে নিতে পারেন। কারণ, আপনার লেখা থেকেই হয়তো  নতুন লেখকেরা ভুলগুলো শিখবেন, প্রয়োগ করবেন। এভাবে ভুলগুলোকে ছড়াতে না দিয়ে একটু সতর্ক হলেই আমরা এ ভুলগুলো থেকে মুক্তি পেতে পারি।  নিচে কিছু শব্দের ভুল ও সঠিক ব্যবহার দেখানো হলো। আশাকরি এতে কারো উপকার হলেও হতে পারে। সবশেষে বলি, আমি আপনাদের সবার তুলনায় খুবই নগণ্য একজন মানুষ। আমি এমন কেউ না যার কারো লেখা সম্মন্ধে সমালোচনা করবার যোগ্যতা আছে। আমি শুধুমাত্র নিজের ভাবনাটুকুই সবার সাথে ভাগাভাগি করে নিতে চাইলাম। কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি সত্যিই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

                  ভুল

                ঠিক

 কেও কোথাও নেই
 কেউ কোথাও নেই
 আমি যায়, সে যাই, তারা যাই  আমি যাই, সে যায়, তারা যায়
 আমি পিঠা বানায়, সে/তারা পিঠা বানাই
 আমি পিঠা বানাই, সে/তারা পিঠা বানায়
 সবায় অপেক্ষা করছে
 সবাই অপেক্ষা করছে
 কাওকে যেতে দেয়নি
 কাউকে যেতে দেয়নি
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ