কাশবনের শরৎ এলো বলে

ছাইরাছ হেলাল ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১১:৪৪:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

 

প্রাচীন প্রাচীন ভাব নিয়ে ক্রমাগত মুখ ভার করা বর্ষা
এই আলো এই অন্ধকার মেলে একটু ঝুঁকেই পড়ে
কোর্টশিপে, নো ছলাকলা।

মাঁদি হাসের মত উঁচু গলায় ডানা ঝাপটিয়ে প্যাক প্যাক
প্যাক-প্যাক করেই যাচ্ছে, সঙ্গী-সুবিধার খোঁজে;
নো নির্লজ্জতা;

গাছেরা চুইয়ে-পড়া জল-জল ছল-ছল শব্দদের মাঝে
আড় চোখে দ্যাখে সবই, কিচ্ছুটি বলার নেই, মুক বধিরতায়;
চাপা খল খল খিল খিল হাসি লুকিয়ে!!হাঁড়িয়া সে খায়-নি!!
ফসকে ফুর্তিবাজ না, সে;

ধুসর পাঁশুটে জল ঘোলাটে শরীর মেলে, ডুব-সাতার খ্যালে,
ভাবখানা এমন, কিছুই ঘটছে না যেন এখানে,
ঘটেও-নি কোন কালে;

শরৎ এখন রাধিকা-ধ্যানী, নির্জনতার আশ্রয়ে,
নীলাকাশের পেঁজা মেঘের বাঁশি বাজলো বলে,
মেঘ-বৃষ্টির খাঁজে আটকে রাখা আকাশপটের বনেদীপনা এড়িয়ে;

ছবি নেট থেকে।

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ