কাশবনের ছোট্ট পাখি

ছাইরাছ হেলাল ৩১ আগস্ট ২০২০, সোমবার, ১১:২৪:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

কাশবনে লুকিয়ে থাকা ছোট্ট পাখির ডাক
শুধুই শুনে যাই, সকাতর সে ডাক,
ঠিক-ঠাক বুঝতে পারিনা/পারিনি;
ঘিরে থাকা চিহ্নবিহীন নৈঃশব্দের উসখুসকতায়
বন-গর্ভের স্তূপে, কখনও চড়া গলার সকাতর ডাক
নিস্তব্ধতা খান খান হয়;

এবারে কাশবন আমশি হয়ে হেলে আছে
এ ওর গায়ে, ন্যাতানো মরন্মুখের মত,
আজ ভিখিরি-বেশে অষ্টপ্রহর শুধুই ধুকছে,
দীর্ঘ-উপবাসের সিঁড়িতে বসে;

একটু জ্যোৎস্না গুনগুনানি হৃদকাঁপনে
সে এবার বর্তে যাবে,
ঝুঁকে ঝুঁকে হেঁটে চলা শরত-দুপুর।

ছবি নেটের।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ