কালের প্রত্যাবর্তন

হালিম নজরুল ১৯ এপ্রিল ২০২০, রবিবার, ০৬:১৬:০৮অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

মৃতপ্রায় শকুনটি একটা মরাপঁচা মশক গেলার পর

গ্রীবা উঁচু করে আকাশের খাঁদে খুঁজছে বিরহী শিকার।

শ্রান্ত-ক্লান্ত স্বপ্নগুলোকে কোমায় যেতে দেখে

প্রেয়সী সময় হাতড়ে মরছে ব্যাঘ্রযৌবন।

 

এখন মনে হচ্ছে চোখদুটো পেছনে থাকাই ভাল ছিল;

এই নির্লজ্জ সন্ধ্যার চেয়ে।

কিন্তু আত্মহননের পর ওলিরাও তো হয়ে যায় ভূতপ্রেত;

এমনটাই শুনেছিলাম গুরুজনদের কাছে।

তবুও! মহাপ্রলয়ের সর্বোচ্চ সতর্কতা পেয়েও

আমরা ছুটে যাচ্ছি সুতীব্র সুনামির পানে!

 

হয়তো আবার আমরা ফিরে পাবো পুরণো প্রস্তরযুগ

যেখানে বসে হাহুতাশ করবে আগামীর সকাল,

শেষবিকালের আলোক কিংবা মধ্যরাতের চাঁদ।

-----------------------0 0------------------------

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ