কালপুরুষ

তৌহিদুল ইসলাম ৩ জুন ২০২০, বুধবার, ০৮:৩৬:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আমি নাকি কালপুরুষ!
অথচ আমার দেহে ভোরের আলোর স্পর্শ নেই;
আকাশে নয়, মাটির উপর নিয়েছি অস্থায়ী বাস।
তবে আমি গান ভালোবাসি,
মনেপ্রাণে নামহীন সুন্দরের প্রত্যাশী আমি।

কালপুরুষের দার্শনিকতার খেই হারিয়েছি সেই কবে!
অধ্যত্ম-উপলব্ধির শেষবিন্দুটি যেখানে বিলীন,
দ্রষ্টার পরিহাসের তরল সুর সন্ধানে-
সেখানে ভোর-রাত্রী মিলেমিশে আজ একাকার।
ভেবেছে কেউ, আমার নিজের কোন আলো কেন নেই?

কালপুরুষ হয়তো হবো একদিন!
সেদিন স্মৃতির আকাশে পরিচিতরা হবে বিস্মৃতপ্রায়।
কারো কল্পনায়, কারো অলীক স্বপ্নে
মন-রহস্যের তীব্রতায়;
যেদিন সাঙ্গ হবে চেনা-মুখের রঙিন মেলা!

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ