কারবালা

আলমগীর সরকার লিটন ৩১ আগস্ট ২০২০, সোমবার, ১০:৫৫:৩৪পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

===============================
রাতের বিষণ্ণতা- দিনের কাছে সুখ,
রোদ হেঁটে যায় আঁধার কাছে খুব;
কাছের চাঁদ দূরের আকাশ সাদা বুক-
নীল মেঘ উড়ে মন শঙ্খচিলে বেশ।

স্নিগ্ধ সময় মধ্যদুপুর অন্ধকার ঢেউ চুপ
শূন্যেই হাঁট জনসমুদ্দুর এতো পিছু পিছু
আনন্দ হাসি ভীতরে খুশি নেই- অসুখ
তবুও রাত আসে দিন চলে-কারবালা-

শোকাহত এই সোনালি বাংলায় প্রাণ-
অতঃপর আমি আহত আমি কারবালা
প্রান্তর দেখি!বার বার ফিরে আসা আমার
শোকগাঁথা অশ্রু নয়ন- তুমি কারবালা।

১৬ ভাদ্র ১৪২৬, ৩১ আগস্ট ২০
------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ