করোনা সন্ত্রাস

ছাইরাছ হেলাল ১১ মে ২০২০, সোমবার, ০৬:৩০:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

সময়-স্রোতে জ্বলে ওঠা করোনা-চোখ
সোমত্ত প্রেতের মত চালাচ্ছে সন্ত্রাস;
বিরহী-পৃথিবী সকল জ্ঞান-গম্মি জড়ো করে
লড়ে যাচ্ছে প্রাণপণে, একটুখানি বাঁচবে বলে
ছলকে ওঠা বুকের রক্ত ঢেলে;

নিয়ত নূতনের সাজে করোনা শান দিচ্ছে,
নবতম মারণাস্ত্র, খুলছে একের পর এক ফ্রন্ট;

অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ
অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;
রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।

মৃত্যু মিছিলে একটি লাশ সগর্বে এগিয়ে যায়
একেবারে সামনে, এ যুদ্ধ জন্ম-জন্মান্তরের।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ