করোনালাপ….(২)

ছাইরাছ হেলাল ১ এপ্রিল ২০২০, বুধবার, ০৩:৩৯:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

(আমার)মাথার বুদ্বুদেরা সারাক্ষণ ঘুরপাক খায়
ঘুরপাক খায়, আত্মবিশ্বাসের ঝনঝন রোদ্দুরে,
এ-কথা ও-কথা ভেবে-ভেবে, এ-দিকে ও-দিকে তাকায়;
উড়তে থাকা উজ্জ্বল-রোদ ভেসে বেড়ায় রঙ-বেরঙে।

নির্লিপ্ত আলসেমির লাল-চোখে ভাবতে-বসি
স্তম্ভিত হওয়ার মত আতঙ্ক-ভাবনা কতটা জরুরী?
আর জরুরী যদি হবেই, কেন-ই বা তা জরুরী!
তাড়াহুড়োর জীবনী-শক্তি কী এতই প্রবল
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দেবে বস্তা-বস্তা আলস্য?

জোরে-জোরে জোর-করা হাসিটি না-হয়
পরে-ও হাসা যাবে, আলস্যের কোলে মাথা ছুঁইয়ে,
ভর দুপুরে পাহাড় সমান মহত্তর নির্লিপ্ততা নিয়ে
আলস্য এবার নিমিষের লাস্য-লীলায় ঘুমিয়ে গেল
পাশ ফিরে, নিষ্ক্রিয় নিষ্প্রিয়তার ভান ধরে!

ছবি ......নেট থেকে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ