করোনালাপ……(৩)

ছাইরাছ হেলাল ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৬:২১:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

 

ন্যায্যতার কথা ভাবতে ভাবতে ঘুমুতে ইচ্ছে করছে না, আজ আর,
সুখ-মৌমাছি, স্বপ্নের মৌ-মৌ মৌচাক! নাহ্‌, সব পানসে,
বীর-দর্পে খেলে যাচ্ছে/খেলে দিচ্ছে করোনা!
যতই ভাবি/বলি করোনা তোমার খাওয়া নেই,
কে শোনে কার কথা, পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত
শুধুই আর্তের মরণ চিৎকার, রুদ্ধশ্বাসে।
(তাচ্ছিল্যের ক্রুর হাসি, করোনা-মুখে)

দাম্ভিক/দর্পি রুজভেল্ট থেকেও আজ কান্না ভেসে আসছে
রাজাধিরাজ এক লক্ষ/দু’লক্ষ প্রাণ করোনা -মুখে ছুঁড়ে দিয়ে
আপোষের অসহায়-প্রস্তাবে জানাচ্ছে বাঁচার আকুতি;

সুদূরের দিগন্তে পরিপূর্ণ নৈঃশব্দের গান ভেসে বেড়াচ্ছে
পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,
লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে;
বেঁচে থাকার বীজ-গান আর কত দূরে কেউ জানে-না,
জেনে যাব হয়ত কোন একদিন
কাতার কাতার সারিবদ্ধ লাশের মর্মস্পর্শী চিত্র ছুঁয়ে;

ঝর্ণা-জলের মৃত্যুর হিম স্রোতে দারুণ অমিশ্রিত ভাবে
ভেসে যাচ্ছে শুকনো পাপড়ি আর হলদে পাতার মিছিলে।

(অসভ্য)করোনা তুমি কি ক্যাসানোভার পরমাত্মীয়?

ছবি........নেট থেকে।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ