করোনালাপ……(১০)

ছাইরাছ হেলাল ১২ এপ্রিল ২০২০, রবিবার, ০২:১১:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

আত্মরতির জীবন

 

ঢেড় তো হলো,

(আমি)তাকে দেখতে চাই, সে চলে গেছে,

প্রশান্ত চিত্তে, প্রশান্তি নিয়ে ভরপেট হেলে-দুলে

রক্তজিহ্বা গুটিয়ে,

অস্থির গভীর সমুদ্র তলদেশে;

খুটে-খুড়ে খাক বালি-মাটি নোংরা পচা,

মহাশূন্যে ভেগে যেতে চাইলে তা-ও যাক-না;

নেংটা হয়ে গা-দুলিয়ে ভেসে বেড়াক

ছায়াপথের নিভৃত কোণে, ভীষণ একাকী,

অশেষ/অনন্ত জীবনে প্রেমে পরুক, আত্মরতির;

 

ঈশ্বর এভাবেই চুপ করিয়ে দেবেন

তা জানি/মানি-ও, কিন্তু তা কবে!কখন!

বিষাদ শরীরের জোড়া কাঁধে লাশের বোঝা

আর-যে বইতে পারছি-না।

 

শঙ্খধ্বনি দিয়ে স্তব্ধ-পর্বতের সানু-দেশে

সুপুষ্ট উরু বিছিয়ে ফেসবুকের রাজা/রানী সাজুক

লেপ্টে থাকা রক্তদাগ লুকিয়ে।

ছবি... নেটের

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ