কবিতার নাম

নীলাঞ্জনা নীলা ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ০৮:৫৫:১১পূর্বাহ্ন কবিতা ৪৬ মন্তব্য

নিশ্চিন্তির নীড়ে
নিশ্চিন্তির নীড়ে

কেমন জানি বেমানান মনে হয় নিজেকে
জীবনের এই নীড়ে
শ্বাসের বোঝা টেনে নিতে নিতে কোনো একদিন ধপ্পাস
তারপর সবকিছু সুনসান, আহ শান্তি!
নিশ্চুপ শামুকের মতো গুটিয়ে গাঢ় ঘুমে--
ঋণগ্রস্ত হয়ে বৃক্ষের কাছে আর কেন?
শুনতে বুঝি ভালো লাগছে না এই সব গল্প-কথা?
এতো আনন্দ নিয়ে কি করতে চাও হে জীবন?
এই দেখো, বসে আছি মহাসিন্ধুর ঠিক এপারেই।
সুন্দর এক জীবনের কাছে যাবার উদ্দেশ্যে প্রস্তুত ছক্কড়ও।
এখানে এই ম্রিয়মাণতার কাছে নিঃশ্বাস একটি মিথ্যের উপর দাঁড়িয়ে;
বোঝার ক্ষমতার বাইরে থেকে এসে ঝুলিতে ঢেলে দেয়া জন্ম নেবার দিনের উপহার।
বড্ড ম্লায়মান এ পথ এখন।
কয়েকটি হাড় কেবল অন্তেষ্টিযাত্রায় বাক্সবন্দী
শরীরের কাঁটাছেঁড়া জায়গাগুলো অযত্নের স্টিচ-এ
চামড়াগুলো কোনোরকমে আটকে থাকবে
(মৃতদেহের নাম থাকে না, লাশ পরিচয়ের জন্যে কসমেটিক সার্জারীও হয়না)
তারপর ক্রিমেটোরিয়ামে-----
ছাই-ভস্ম হয়ে মিলিয়ে গেলে
একটি কবিতার জন্ম হবে,
নাম -- আহা বড়ো ভালো মানুষ ছিলেন!

গাঢ় ঘুম
গাঢ় ঘুম

হ্যামিল্টন, কানাডা
২২ আগষ্ট, ২০১৫ ইং।

**দুটো ছবি-ই নোভাষ্কশিয়ার ছোট্ট শহর এন্টিগোনিশে তোলা। এ ছবি দুটো অবশ্য আইপড দিয়ে, গান শুনে হাঁটতে হাঁটতে একা অজানার পথে একটি বিকেলে। আমি জানি লেখাটি কারুর ভালো লাগবে না, কারণ আমি মৃত্যুর কথা ভাবিনা কিংবা লিখিওনা। জীবন আনন্দের। কিন্তু আজ লিখেছি প্রচন্ড রাগ করে আর প্রবল জেদ নিয়ে। খুব তাড়াতাড়ি আনন্দ নিয়ে ফিরবো, একটু শান্ত করার চেষ্টা করি। সবাই ভালো থাকুন।  -{@  (3

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ