কবিতাগুচ্ছ

আরজু মুক্তা ৪ নভেম্বর ২০২০, বুধবার, ০৭:১৩:৫৯অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

(১)
স্মৃতি মুছে যায়,
কে বলে?
পিছন ফিরে ডেকে ডেকে
তবু ব্যথা দেয়।

(২)
হারিয়ে যেতে দাও বলে
হারাই নিমিষে!
হৃদয় দিয়ে আগলালে
ছেড়ে যাওয়ার সাধ্য কি আছে?

(৩)
মাঝে মাঝে ওর জন্য
বিধি নিষেধ ভুলে
দূরে যেতে মন চায়।
লুকোচুরির ফাঁকে
নীরব থেকে,
দেখি, তুমি কতোটা খোঁজ আমায়?

(৪)
কি ভুলে এলে জীবনে?
শান্ত নদীর ধারে
নীল পদ্ম হাতে
বৃষ্টির তালে তালে
কবিতার ছন্দে।
চলেই যদি যাবে?
কেনো কর্ণফুলি নদীর মতো
খরস্রোতা বানালে ?

(৫)

দিন, রাত, ক্ষণ
এতো পাওয়া
এতো ছুঁয়ে থাকা।
দূরেই থাকো তবে,
বাড়ুক ভালোবাসা।

*****************
এটি একটি নিরীক্ষা ধর্মী ছবি পোষ্ট। এমন পোষ্ট আমি আর দেইনি কখনো। হঠাৎ খেয়ালের বসে দিলাম। "পৃথিবী" নামে এই কবিতাগুচ্ছ আমি একটি সাইটে এভাবে লিখি। সবার সাথে তা শেয়ার করলাম। ভালো লাগলে লেখার আগ্রহ বাড়বে। শুভকামনা।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ