কদম ফুলের জুটি

ছাইরাছ হেলাল ১৯ জুন ২০২০, শুক্রবার, ০৯:৪২:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

 

বৃষ্টির টাপুর-টুপুর,না,
টানা-বৃষ্টি, অঝোরে,
শুকনো পাতার নূপুর!না,
পাখি বা ঝিঁঝিঁ’র আওয়াজ-ও না,
গুরুগুরু মেঘ-ধ্বনি
অন্তহীন হৃদ-নৈঃশব্দ ভেদ করে;

একরোখা কদম ফুলের জুটি
আড়াল পাতায়!
‘সাধের যৌবন ভাইস্যা যায়’!
কখনও খোলাখুলি, কোলাকুলি, মুখোমুখি!
দখলিস্বত্বের তর্কাতীত জঙ্গি-শেষে
শুধুই আলাপ-বদল মেঘামেঘি,

উড়াল মেঘাকাশে ডানা-আঁকা-বৃষ্টি
নক্ষত্রের ঝাড়বাতি নয়,
শুধু কয়েক ফোঁটা করুণা-জল হয়ে ঝরবে
হৃদয়ের আকাশ-মাটি-প্রান্তরে।

যদিও
চাই না, নির্বীজ নির্বিষ বৃষ্টি,
বড় বড় ফোঁটায় ফোঁটায় মেঘ-ছাওয়া বৃষ্টি চাই
হৃদয়ের পেখম জুড়ে।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ