*কদম কিশোরী*

রিতু জাহান ২ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ০৮:২৩:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

আঁধার ঘরে সম অন্ধকারে,বিলাপ করে কিশোরীর স্বপ্ন
এ পৃথিবীতে, তার মুখটি বরষায় ভেজা সবুজের বুকে
ঐ গাঢ় বাদামী পুষ্প কলির মতো।
দিবালোকে সেই স্বপ্ন তার বাতাস হতে বাতাসে বিলাপ করে
সন্ধ্যায় ঐ যে পিশাচ বাদুর,
গাঢ় বাদামি ঐ পুষ্প কলি কদমকে সবুজ থেকে ছিঁড়ে ফেলে দিল, আঁচড়ে পিঁচড়ে, এই ধূলোর বুকে।
তাঁর আকুতি, তাঁর কন্ঠের কম্পন সবই হল নিশ্চুপ।
এই পিশাচ কালো বাদুরের লাল চোখের লোলুপ চাহনি, বিদঘুটে চিৎকারে,
কিশোরীর পৃথিবীতে নেমে এল গভীর নিরবতা।
যে পুষ্প কুঁড়ি ফুটেছিল প্রস্ফুটিত হতে,
কালো এই পিশাচের আঁচড়ে, ধূলোর বুকে লুটিয়ে গেল। সুন্দর এক আলো, গৌরব উচ্চ স্বপ্ন সৃষ্টিতে অক্ষম হল এই পৃথিবী।

 

# তনু, রিশা, আরো কতো নাম না জানা কিশোরীর স্বপ্ন যে ধুলোয় মিশে গেল! এ দায় যে আমারও। রক্ষা করতে পারিনি তাদের।#

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ