- কবি, ঘুমুলে?
- উহুঁ,ঘুমেরা আমার চোখের তলায় হাঁসের পায়ের ছাপ রেখে গিয়েছে উধাও, নিরুদ্দেশে।

- তবে একটা গল্প বলো, যেকোন একটা
- আমার কোন গল্প নেই।

- তবে ভালোবাসার গল্পই বলো না হয়
- ভালোবাসার গল্প হয়নাতো, ভালোবাসা নিজেই গল্প।

- তাই? তবে সেটাই বলো। এই অর্ধেক রাত্তিরে
ভালোবাসা ছুঁয়ে যাক ভিতরে বাহিরে।

- ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।
ভালোবাসলে নেউলধূসর প্রান্তরের পথে জমে থাকে নিশিবাস, মিহিন আবেগ।
ভালোবাসলে খনন চলে অবিরত
ভালোবাসলে ময়ুরকন্ঠী শাড়িতে সাজাতে হয়, বুকের অন্ধকার ক্ষত।
ভালোবাসলে দিন দুপুরে, আলোর ভেতরে
দুঃখ রঙের মেঘ, অকারণে গর্জায় দুন্দুভিনিনাদে।
ভালোবাসলে ডুব দিতে হয়, ডুব
নিজের গভীরে, গভীরে, গভীরতর অন্ধকারে।

-কবি, থামো!
অন্য গল্প বলো, ভয় লাগছে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ