এ জলাভুমির বালক।

রিতু জাহান ১০ আগস্ট ২০১৬, বুধবার, ১২:২৮:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

জলমগ্ন মাঠের এ প্রান্ত ছুঁয়ে, উঁচু এ হাঁটা পথ। গিরিপথের প্রান্ত সীমায় বসে থাকা রাখাল বালক। রাখলের চোখে স্বপ্ন, এ জলমগ্ন মাঠ ভরে উঠবে সবুজে সবুজে। এই শীতল বটবৃক্ষের ছায়াতলে হাতে তার বাঁশি। মেষ শাবকের পাল ছুটে চলেছে সেই সুরে। এ যেন এক স্বর্গীয় পরিবেশ। হঠাৎ এ জলমগ্ন সবুজ বুকে, মরুর যাদুকরের চিৎকারে, বাঁশির সুরের পলায়ন। হাওয়ার হাত ধরে চলে গেল অনেক দূরে।

খচ্চরের দড়ি ধরে এ সবুজ বুকে তার বিজয়ের হাসি। বাতাসে আজ ভুর ভুর করছে, বিষাক্ত শিষা। কঙ্কালসার বালকের শরীরের ফাঁক-ফোকর গলে সূর্য রশ্মি প্রবেশ করছে। কোনো ছায়া নেই, কোনো শীতলতা নেই, বালকের স্বপ্নও আজ তপ্ত বড়, উত্তাপ ছড়াচ্ছে নিঃশ্বাসে তার। বালকের এ জমি, জমির বুকে এ কুঁড়ে ভেসে গেছে দূর বহু দূর। নদীর বুক থেকে বয়ে আসা বাতাস থমকে গেছে আজ।

চুল্লির দরজা খুলে দিয়েছে এ মরুর যাদুকর। মরুর বুকে দিক-বিদিক ছুটে চলেছে মেষ শাবক পাল দৃষ্টিচক্ষুর অন্তরালে।

 

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ