এবারের শরৎ

ছাইরাছ হেলাল ১৩ আগস্ট ২০২১, শুক্রবার, ০৫:১১:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

চকমকি পাথরের মত স্বপ্ন-ইচ্ছে পুষে রেখেছি
আন্দোলিত বুকের মাঝে, নিরস তুষের আগুন-রতি,
আধা ডুবন্ত তুষার-পিণ্ডে;

নিরবিচ্ছিন্ন হৃদয়ে যত্নে রাখা স্বপ্ন গুলো ধোঁয়াশা হয়ে
উড়ে যেতে চায়, যায়-ও;

কখনও ফিরে আসে চকচকে দু’ধার জিহ্বা নিয়ে
চায় এক চুমুক স্বেদ-রক্ত, পাজি পাজি নখগুলো উঁচিয়ে রাখে,
চোখ গেলে দেবে বলে, যুদ্ধরতের যুদ্ধ যুদ্ধ খ্যালা।

বৃষ্টি বেজে চলা শরীরে বৃষ্টি ভেজা হতে হতে সবুজ বন-ভূমি
হাঁটু মুড়ে বসে পড়ে, ঘাড় নুইয়ে, মাটির বুকে;
উপত্যকার গাঢ় ডাক এড়িয়ে, এই শরতে;

ছবি নেটে থেকে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ