এবারের নাবালক স্মৃতি

ছাইরাছ হেলাল ২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ০২:৫১:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

 

বয়ে যাওয়া সময়-স্রোত শুধুই জেগে থাকে
স্মৃতিতে, অনড় একাকীত্বে, স্মৃতির সংরাগ/সংযোগে,
জোড়া বেঁধে গেঁথে আছে অবকাশে জেগে থাকা
স্মৃতির কল-কল্লোলে স্বপ্ন বাস্তবতার হাতছানিতে;

এ এক অদ্ভুত জোড়াতালি,
এতটা নদী-হীনতা কী করে কেমন করে এলো!

আকাশের নীল-বনে গা-সওয়া গায়ে-গায়ে লেগে থাকা
স্বপ্নদের উঁকিঝুঁকি বিদীর্ণ স্মৃতি ভেদ করে
ছায়া উধাও এ নিবিড় পৃথিবীতে।

নীলের সমুদ্রে ডুবছে এবার নাবালক স্মৃতি
কুল-উপকূল হারিয়ে,
জুড়ে থাকা ডুবে থাকা ছায়া-ভুতের তাণ্ডব
দিন ও রাত্রির একান্ত গভীরে;

প্রখর সূর্য কিরণে আবার ঢেউ উঠেছে/জেগেছে
ষোড়শীর মত উপকূল সমুদ্র সম্ভারে
তুলে ধরেছে বিদ্যুৎ ঠোঁট, রাতের আধারে।

ছবি নেটের।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ